০১.রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত দাবি করেছেন, তাঁর সহকারী একান্ত
সচিবের (এপিএস) বাসা মোহাম্মদপুরে। আর এপিএস ও রেলওয়ের মহাব্যবস্থাপককে বহনকারী
টাকার গাড়িটি সেখানেই যাচ্ছিল।
০৩. মন্ত্রীর অভিযোগ, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগের তির ছোড়া হচ্ছে।
০৪. তবে টাকাসহ ধরা পড়ার পরদিন এপিএস ওমর ফারুক, মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, রেলওয়ের কমান্ড্যান্ট এনামুল হক তিনজনেই প্রথম আলোকে জানিয়েছিলেন, তাঁরা মন্ত্রীর বাসায় যাচ্ছিলেন।
০৫. গাড়িচালক আজম খানও একই কথা জানিয়েছিলেন।
০৬.তাঁদের এ বক্তব্য গণমাধ্যমে ধারণ করা রয়েছে।
০৬. তাহলে কে অসত্য বলছেন?
০৩. মন্ত্রীর অভিযোগ, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগের তির ছোড়া হচ্ছে।
০৪. তবে টাকাসহ ধরা পড়ার পরদিন এপিএস ওমর ফারুক, মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, রেলওয়ের কমান্ড্যান্ট এনামুল হক তিনজনেই প্রথম আলোকে জানিয়েছিলেন, তাঁরা মন্ত্রীর বাসায় যাচ্ছিলেন।
০৫. গাড়িচালক আজম খানও একই কথা জানিয়েছিলেন।
০৬.তাঁদের এ বক্তব্য গণমাধ্যমে ধারণ করা রয়েছে।
০৬. তাহলে কে অসত্য বলছেন?
এ বিষয় নিয়ে
আপনার মতামত দিন ................
montrir podoteg kora ucit
ReplyDeleteki...lojjaaaaaaaaaa
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteএ দেশের মন্ত্রিদের গদি ছাড়তে কষ্ট লাগে..
ReplyDeleteThik Vai...Bairer Desher Hole Sate Sate Pod Chede Dit
ReplyDeleteRight
ReplyDeleteএ সব রাজনীতি বিদরা কেন যে এত সমালনাচনার মাঝেও পদে থাকে????????
ReplyDeleteদেশের প্রথম রেলমন্ত্রীর ঘুষ কেলেঙ্কারির ঘটনা অনেকটাই ধামাচাপা পড়েছে ইলিয়াস আলীর গুম হওয়ার ঘটনায়। দু’সপ্তাহ হতে চললেও তার খোঁজ দিতে পারেনি সরকার।বর্তমান সরকার যে আশা জাগিয়ে ক্ষমতায় বসেছিল, তিন বছরেই তার সবকিছু মুখ থুবড়ে পড়েছে।
ReplyDeleteA m Agee.....
ReplyDelete